হেডফোন দুই কানে লাগিয়ে পছন্দের সিডি চালিয়ে ইচ্ছামতো ভলিউম বাড়ানোয় বিপদ আছে কি? নিশ্চয় আছে। গান-বাজনা কিংবা অন্য যেকোনো উৎস থেকে আসা জোরে শব্দদূষণ (যেমন: যন্ত্রপাতি বা জেট ইঞ্জিন) কানের সাময়িক বা স্থায়ী ক্ষতি করে, এমনকি বধির করে দিতে পারে। হই-হট্টগোলের শব্দদূষণ মাত্রা খুব তীব্র হলে তা কানের ভেতরকার নানা অংশে আঘাত করতে পারে। তীব্র উচ্চ শব্দ কানে সাময়িক বধিরতা তৈরি করতে পারে। কানে ভোঁ ভোঁ শব্দ হতে পারে, যাকে বলে টিনিটাস। বদ্ধ ঘরে এ রকম জোরে শব্দ হওয়ার পরিস্থিতিতে পড়ে বেশিক্ষণ...

